স্বপ্নলোকের পাঠশালা’র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা’র ৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পেন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রীর পাশাপাশি ওজনমাপক যন্ত্র ও হোয়াইটবোর্ড, শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালা’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক (২০১৯) ও জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ডি (২০১৭) প্রতিষ্ঠান স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জহির ইকবাল। প্রধান আলোচক ছিলেন, পেন ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ও সহকারী অধ্যাপক সফিয়ার রহমান।

আরো পড়ুন :
সখীপুরে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মতলব উত্তরের দূর্গাপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খন্দকার মানিকের উঠান বৈঠক

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেন ফাউন্ডেশনের কনসালটেন্ট টিপু সুলতান, যশোর গ্রেইল-ই কমার্সের পরিচালক শ্রাবনী আক্তার, স্বপদেখো সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা খাতুন বকুল, এমএমডিএফবিডি’র কো-চেয়ারম্যান সানজিদা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বপ্নলোকের পাঠশালার শিক্ষার্থীর অভিভাবক মিসেস রেশমা। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ।

এছাড়া উপস্থিত ছিল পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিমলিডার প্রেসিডেন্ট অ্যাওয়াডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ ও মো. রহমত উল্লাহ, স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর, শিক্ষক বিথী খাতুন ও সারমীন আক্তার শান্তা প্রমুখ।

অক্টোবর ০৯.২০২১ at ১৯:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআ/রারি