পাবনা প্রতিশ্রুতি’র বঙ্গবন্ধু-বিএনএফ শিক্ষা বৃত্তি প্রদান

পাবনা প্রতিশ্রুতির বঙ্গবন্ধু-বিএনএফ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনা প্রতিশ্রুতির প্রধান কার্যালয়ে পাবনা প্রতিশ্রুতির আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ২০১৯ সালে এসএসসি উত্তীর্ণ পাবনা জেলার বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের ৪০ জন শিক্ষার্থীদের মাঝে দ্বিতীয় দফায় এসব শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

আরো পড়ুন :
আত্মসমর্পণ করে জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ
বেগুনি ধানে রঙিন স্বপ্ন কৃষকের

এসব শিক্ষার্থীদের মধ্যে ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে। প্রত্যেক শিক্ষার্থীদেরকে ৬ হাজার টাকা প্রদান হয়।
শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।

সভাপতিত্ব করেন পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক মমতা চাকলাদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবনা প্রতিশ্রুতির পরিচালক মো. মনির হোসেন। উল্লেখিত শিক্ষার্থীদেরকে প্রথম দফাও ৬ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছিলো।

অক্টোবর ০৭.২০২১ at ১৫:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মিতা/রারি