শার্শায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত-২

সড়ক দূর্ঘটনা

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছে। এসময় ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিকে সামনাসামনি ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে।

নাভারণ হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, বুধবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার জামতলা মাদ্রাসা মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত সিএনজি চালক নুরু গাইন (৪৫)। সে শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপরজন সিএনজি যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮)। রাকিব শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।

আরো পড়ুন:
প্রকল্পে গাফিলতি হলে অবসরের পরও শাস্তি: প্রধানমন্ত্রী
ঝালকাঠিতে বিএনপি কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ওসি বলেন,বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারন মুখি সিএনজি জামতলা-সামটা মাদ্রাসা মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা দেয়। এতে নুরু ও রাকিব মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

অক্টোবর ০৫.২০২১ at ১৭:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএও/জআ