কাহালুতে স্কুল ছাত্র করোনা প্রজেটিভ

বগুড়ার কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির (বিজ্ঞান শাখার) ছাত্র নাফি আল তাহসিন করোনা পজেটিভ হয়েছে। তাহসিন করোনা পজেটিভ হওয়ার গতকাল রবিবার থেকে ওই বিদ্যালয়ে বিজ্ঞান শাখার ক্লাশ বন্ধ রাখা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ. এম. এ. ছালাম।

তিনি জানান, তাহসিনের পিতা শামিম হোসেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক। শামিম গত বুধবার করোনা পজেটিভ হওয়ার পর তাহসিনকে ক্লাশ করা থেকে বিরত রাখা হয়।

আরো পড়ুন :
বেনাপোল বন্দরে রপ্তানিমুখী পণ্যবাহী ট্রাকের ভেতরে চালকের লাশ
কবে খুলছে কোন বিশ্ববিদ্যালয়?

তার নমুনা পরীক্ষার পর শনিবার করোনা পজেটিভ হওয়ায়। দশম শ্রেণির বিজ্ঞান শাখার ক্লাশ বন্ধ রাখা হয়েছে। সোমবার বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হবে। তাদের নমুনা পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে তাহসিনের বাবা শামিম জানান, আমি এবং আমার ছেলে আগের চেয়ে এখন অনেকটা সুস্থ রয়েছি। আমরা বাড়িতে কোয়ানরন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছি।

অক্টোবর ০৩.২০২১ at ১৭:৪৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শা/রারি