কাহালুতে ৩৭টি মন্ডবে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে

বগুড়ার কাহালু উপজেলার এক পৌরসভা ও নয়টি ইউনিয়নে এবার মোট ৩৭টি মন্ডবে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা পুজা উদযাপন পরিষদ এই তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান জানান, শারদীয় দূর্গাপূজার জন্য এবার প্রতিটি মন্ডবে সরকারিভাবে ৫০০ কেজি করে মোট ১৮ হাজার ৫০০ কেজি জি অর এর চাল বরাদ্দ দেওয়া হবে বলে।

আরো পড়ুন :
রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ২ মৃত্যু

তিনি আরো জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজকদের সার্বিক সহযোগীতা করা হবে। কাহালু থানার অফিসার ইনচার্জ মো. আমবার হোসেন জানান, শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য প্রতিমা নির্মাণ থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত সব কিছু আইন-শৃঙ্খলা বাহিনীর নজদারীতে থাকবে।

সেপ্টেম্বর  ২৯.২০২১ at ১৬:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শা/রারি