জীবননগরে শুরু হয়েছে দূর্গা পূজার আয়োজন

শারদীয় দূর্গা পূজা উৎসব শুরু হবে ১১ অক্টোবর পঞ্চমী তিথি থেকে। দেবীর আগমনকে ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। কারিগরেরা প্রতিমা তৈরীর কাজে পার করছেন ব্যাস্ততম সময়।

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় প্রতিমা তৈরীর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন চলছে প্রতিমা শুকানোর কাজ। শিল্পীরা তাদের হাতের যাদু দিয়ে দিনরাত পরিশ্রম করে ফুটিয়ে তুলেছেন দেবী দূর্গাকে।

এখন বাকী রয়েছে রং ও পোশাক পরানোর কাজ। উৎসবকে ঘিরে শিল্পীদের ব্যস্ততার শেষ নেই। জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ২২টি মন্দিরে প্রতিমা তৈরী করা হয়েছে।

আরো পড়ুন :
শিবগঞ্জে ঢাকাস্থ শিবগঞ্জ কল্যাণ সমিতির আয়োজনে হুইল চেয়ার বিতরন
পায়রা সেতুতে মাত্রাতিরিক্ত টোল নির্ধারণে বিতর্ক!

জীবননগর উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বিজয় হালদার বলেন, এবারের পূজা স্বপ্ল পরিসরে অনুষ্ঠিত হবে। ২২টি মন্ডপে এবার পূজা হবে। স্বাস্থ্য বিধি মেনে পূজা উৎযাপনের জন্য সকল পূজা মন্ডপ কমিটিকে বলা হয়েছে। পূজা মন্ডপগুলো পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। সরকারি অনুদান এখনও পায়নি, আশা করছি দ্রুত পেয়ে যাবো।

দূর্গা পূজাকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তার বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মারুফ হোসেন বলেন, পূজাকে ঘিরে সকল পূজা মন্ডপে গোয়েন্দা নজরদারি রয়েছে। প্রতিটি পূজা মন্ডপে পুলিশের টহল রয়েছে।

সেপ্টেম্বর  ২১.২০২১ at ২১:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোতার/রারি