অনিয়মের অভিযোগে হাটিকুমরুল থানার ওসিসহ ৪ জনকে স্ট্যান্ড রিলিজ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী ও এস.আই জাহিদুল ইসলামসহ ৪ জনকে (স্ট্যান্ড রিলিজ) বদলি করা হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে বগুড়া হাইওয়ে পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন এতথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওসি শাহজাহান আলী চলতি বছরের ১০ ফেব্রুয়ারীতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল হাইওয়ে থানায় যোগদান করেন। গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার ওসি শাহজাহান আলী, এস.আই জাহিদ, কনস্টেবল আজম ও রুহুলসহ মোট ৪ জনকে নির্ধারিত সময়ের আগেই ক্লোজ করে পুলিশ লাইনে নেয়া হয়েছে।

আরো পড়ুন :
যশোরে তিন ফুট উচ্চতার বর-কনের ধুমধামে বিয়ে
সুনামগঞ্জের বিদ্যুৎপৃষ্টে হয়ে শ্রমিকের মৃত্যু

বদলিকারীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার টি.আই রফিকুল ইসলাম জানান, স্ট্যান্ড রিলিজ করা হয়েছে কিনা তা জানিনা। তবে বদলী হয়েছে বলে শুনেছি। যে কারনে বদলি হয়েছে সেই অভিযোগগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

সেপ্টেম্বর  ১৯.২০২১ at ২০:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/অরা/রারি