ঢাকা-পশ্চিমাঞ্চলের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর রেল স্টেশনের ৩২ নং রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ ছিলো। প্রায় সাড়ে ৩ ঘন্টা পর রংপুরের উদ্দ্যেশ্যে ট্রেনটি ছেড়ে যায়। বর্তমানে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকালে উল্লাপাড়া রেল স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন :
বেড়ায় মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা, গুলিবির্ষণ
মতলব উত্তরে কুখ্যাত মাদক ব্যবসায়ী কামরুজ্জামানকে ১৫২ পিস ইয়াবা সহ গ্রেফতার

স্টেশন মাষ্টার আরও জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার পথে হঠাৎ উপজেলার লাহিড়ী মোহনপুর রেল স্টেশনের ৩২ নং রেল সেতুর এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তখন উত্তর ও পশ্চিঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উল্লাপাড়া থেকে একটি লাইট ইঞ্জিন গিয়ে ট্রেনটিকে প্রথমে উল্লাপাড়া স্টেশনে নেওয়া হয়।

পরে বিকাল ৪ টার দিকে একটি লাইট ইঞ্জিন দিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ১৪টি বগি নিয়ে রংপুরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বর্তমানে ঢাকা-পশ্চিমাঞ্চলের সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

সেপ্টেম্বর  ১৯.২০২১ at ১৭:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/অরা/রারি