আত্রাই ছোট নদীতে বালু উত্তোলন অব্যাহত, প্রশাসন নীরব

নওগাঁর আত্রাই ছোট নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে বালু ব্যবসায়ীরা। এলাকাবাসী অভিযোগ আত্রাই ছোট নদীর দুই পাশেই অনেক লোকের বসবাস তার পরেও বালু ব্যবসায়ীরা আত্রাই ছোট নদীর ঘোড়ামারা ডাড়া, পবন ডাঙ্গা বটতলী, বিপ্র- বোয়ালিয়া বটতলী নামক স্থান থেকে দিন রাত ড্রেজার দিয়ে তুলছে বালু। এই বালু উত্তোলনের কারণে বিপদে আছে প্রায় ছয়টি গ্ৰামের হাজার হাজার মানুষ।

কিছু দিন আগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে আত্রাই ছোট নদীতে যারা অবৈধভাবে বালু উত্তোলন করেছিল তাদের বালু তোলা বন্ধ করে দিয়েছিল।

তবে আবারো বালু ব্যবসায়ীরা প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিদারে আত্রাই ছোট নদী থেকে ড্রেজার দিয়ে বালু তুলে বালুর পাহাড় তৈরি করেছেন। সেখান থেকে বালু উপজেলার বিভিন্ন ইটভাটা সহ যাচ্ছে বিভিন্ন স্থানে।

উপজেলার পবন ডাঙ্গা গ্রামের কিছু ব্যাক্তি নাম প্রকাশ করতে অনিচ্ছুক তারা জানান, বালু উত্তোলন কারী ব্যক্তিরা রাজনীতির বিভিন্ন পদে থাকার কারণে তারা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করতে সাহস পায়। বিলগোলিয়া গ্রামের অনেকেই বলেন, ঘোড়ামারা ডাড়া থেকে বালু উত্তোলন করার কারণে আবাদি জমির বেশিরভাগ অংশ নদীতে বিলীন হয়ে গেছে।

আরো পড়ুন :
পাবনার সাঁথিয়ায় ১০ দিন ব্যাপী শহীদ শেখ রাসেল স্মৃতি ঐতিহ্যবাহী নৌকা বাইচ উদ্বোধন
সমুদ্র সৈকতে যশোরের দুই যুবকের মৃত্যু, ৪ বন্ধু পুলিশ হেফাজতে

বিপ্র- বোয়ালিয়া গ্ৰামের বালু উত্তোলন কারী মোঃ আমিরুল ইসলাম মিলনের সাথে বালু উত্তোলনের বিষয়ে কথা বললে তিনি জানান, আপনারা সাংবাদিক আপনার যা করার আপনি করেন, আমার যা করার আমি তা করবো।

এলাকাবাসীরা আরো বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের ঘড়বাড়ি অচিরেই বিপদের সম্মুখীন হবে। বালু উত্তোলন করতে মানা করলে কোনো কথা না শুনে তারা তাদের ইচ্ছামতো নদীর বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন করে। আত্রাই ছোট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করেন এলাকাবাসী।

তবে আত্রাই ছোট নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে, খুব দ্রুতই ব্যাবস্থা নেওয়া হবে।

সেপ্টেম্বর  ১৯.২০২১ at ১১:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোকার/রারি