পাবনার সাঁথিয়ায় ১০ দিন ব্যাপী শহীদ শেখ রাসেল স্মৃতি ঐতিহ্যবাহী নৌকা বাইচ উদ্বোধন

পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে প্রতিবছরের ন্যায় এবারও গ্রামবাংলার ঐতিহ্য ১০ দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে সাঁথিয়া পৌরসভা আয়োজনে ঐতিহ্যবাহী ইছামতি নদীতে ১০ দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ, এ্যাড. শামসুল হক টুকু এমপি।

আগামী ২৮সেপ্টম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে দুপুর হতে পাবনা জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার নারী-পুরুষে ইছামতি নদীর দু’পাড় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। যেন তিল ধরানোর জায়গা নেই।

আরো পড়ুন :
গাজীপুরে জাল টাকাসহ ব্যবসায়ী গ্রেফতার
২ সপ্তাহের মধ্যেই শিশু শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু হবে, স্বাস্থ্যমন্ত্রী

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী সদস্য এ্যাড, আশিফ শামস্ রঞ্জন, সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, পৌর আ’লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুলসহ সুধীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে বাংলার রকেট, বিজয় বাংলা, সৈয়দপুর এক্সপ্রেস, শেরে বাংলা ভিটাপাড়া, মায়ের দোয়া আফড়া, সলঙ্গী এক্সপ্রেস সলঙ্গী, ইছামতি এক্সপ্রেস কালাইচাড়া, বাগচি চ্যালেঞ্জারস, হুইখালী এক্সপ্রেস, সরদার এক্সপ্রেস হেঙ্গুয়া, ভাই ভাই এক্সপ্রেস প্রতিযোগিতায় অংশ নেন।

সেপ্টেম্বর  ১৯.২০২১ at ১০:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোহারহা/রারি