মায়ের জন্য ওষুধ আনতে গিয়ে অকালে ঝড়ে গেল কলেজছাত্রের প্রাণ

বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুর রশিদ (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কলেজ স্টেশন বটতলা কালিমন্দির সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ সোনাতলা উপজেলার সিহিপুর গ্রামের ছবিবর রহমানের ছেলে। তিনি বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন।

আরো পড়ুন :
ভুটানের সাথে বাংলাদেশের সম্পর্ক গভীর- রাষ্ট্রদূত
১৫ বছর আগে মেহেদীকে বলা হাথুরুর কথাই সত্যি হলো

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রশিদ তার অসুস্থ মায়ের ওষুধ আনার জন্য মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে গাবতলীর দিকে যাচ্ছিলেন। সোনাতলা কলেজ স্টেশন বটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান আব্দুর রশিদ। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) বকুল মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সেপ্টেম্বর  ১৬.২০২১ at ১৬:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জানি/রারি