সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার চর মালশাপাড়ায় স্বামীর ছুরিকাঘাতে রিমা খাতুন (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে চর মালশাপাড়া কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী সোহেলকে আটক করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, নিহত রিমার স্বামী সোহেল ধারালো ছুঁড়ি দিয়ে তার বুকে আঘাত করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় রিমার মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা সোহেলকে আটকে রেখে পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. গোলাম মোস্তাফা বলেন, পারিবারিক কলহের জেড়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে এসেছে।

আরো পড়ুন:
উন্মোচন হলো আইফোন ১৩
ফরজ আলী কখনও আর বাজার নিতে আসবে না

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সেপ্টেম্বর ১৫.২০২১ at ১১:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আর/জআ