ঝিকরগাছায় কপোতাক্ষ নদের সেতুতে আবারও তদন্ত টিম

আইন না মেনে নির্মিত যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর সেতুতে আবারও তদন্ত টিম এসেছে। সোমবার বিআইডব্লিউটিএ’র ৫ সদস্যর তদন্ত টিম তদন্তে আসেন। (নৌ-সওপ) দক্ষিন ব-দ্বীপ শাখা (বাঅনৈৗপক) খুলনার যুগ্ম-পরিচালক মো. আশরাফ হোসেন এর নেতৃত্ব দেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিএ’র (নৌ-সওপ) দক্ষিন ব-দ্বীপ শাখা (বাঅনৈৗপক) খুলনার যুগ্ম-পরিচালক মো. আশরাফ হোসেন জানিয়েছেন, তাদের ছাড়পত্র ছাড়াই এই সেতু নির্মান করা হয়েছে।

আরো পড়ুন :
দিনাজপুর জেলা পাটজাত পণ্য ও বস্তা ব্যবসায়ি মালিক সমিতির শুভ উদ্বোধন
ব্রিজটি এখন যেন দুই গ্রামের মানুষের মরণফাঁদ

এছাড়া উক্ত সেতু নির্মানে গেজেট মানা হয়নি। ফলে তৃতীয় শ্রেনির সেতু নির্মান করতে হলে নদ-নদী আইনে পানির স্তর থেকে ২৫ ফুট উচ্চতা থাকতে হবে। কিন্তু তদন্তপূর্বক সাড়ে ৮/ ফুট পেয়েছেন। ফলে সেতুটি ১৭ ফুট নিচু করে নির্মিত করা হয়েছে তিনি অভিমত ব্যক্ত করেছেন। তদন্ত টিমের সাথে এসময় ঝিকরগাছার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর  ১৩.২০২১ at ২০:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআ/রারি