শিবগঞ্জের পল্লীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পল্লীতে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে পুকুরের মালিক আলহাজ্ব নবীর উদ্দীনের ছেলে সিহাব উদ্দীন শাহী ঘটনাটির প্রতিকার চেয়ে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।

এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার আটমূল ইউনিয়নের ডাবইর মোন্নাপাড়া গ্রামের আলহাজ্ব নবীর উদ্দীনের পুকুরে এ বিষ প্রয়োগ করা হয়।

সরেজমিনে ঘটনাস্থলের সংগৃহীত তথ্যের আলোকে জানা যায়, জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের সাথে দীর্ঘ দিন ধরে নবীর উদ্দীনের বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জেরেই পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগে করেছে বলে ধারণা করা হয়।

উক্ত ৫ শতাংশ পুকুরে মিশ্র জাতীয় মাছের চাষ করা হয়েছিলো। যার আনুমানিক ওজন ১৫মণ এবং বাজার মূল্য ২০-২৫ হাজার টাকা।

আরো পড়ুন :
শিশু ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
যশোর সদর উপজেলায় নৌকার মনোনয়ন পেলেন মোস্তফা ফরিদ চৌধুরী

পুকুর মালিকের ছেলে সিহাব উদ্দীন শাহী গণমাধ্যমকে জানায়, আমাদের পুকুরে কে বা কাহারা পূর্বশত্রুতার জেরে বিষ প্রয়োগ করেছে। সকাল ৭টার দিকে আমরা বিষয়টি টের পাই। এছাড়াও আমাদের ২শতাংশ নেপিয়ার ঘাসের জমিতে কে বা কাহারা বিষ স্প্রে করেছে। এবিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

সেপ্টেম্বর  ১১.২০২১ at ১৫:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রইর/রারি