চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহে মতবিনিময়

যশোরের চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ (২৮ আগস্ট-৩ সেপ্টেম্বর) উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা মৎস্য অফিস। শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহ্জাহান সিরাজের অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ, ক্ষেত্রসহকারী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:
টঙ্গীতে এস.এস স্টিল কারখানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহে মৃত ২৩ শ্রমিক পরিবারের মাঝে ৮ লাখ টাকা প্রদান

মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা জানান সমগ্র দেশের সাথে সামঞ্জস্য রেখে এ উপজেলায়ও মাছ চাষে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। তিনি জানান, উপজেলায় মোট ৫ হাজার ৬৫৮.১০ হেক্টর জলাশয়ে ২০২০-২১ অর্থ-বছরে ১৭ হাজার ৯৩০.২৫ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। উপজেলায় বার্ষিক মাছের চাহিদা ৫ হাজার ০৩৭ মেট্রিক টন বলেও জানান মৎস্য কর্মকর্তা। অর্থাৎ উপজেলার চাহিদা পূর্ণ করেও প্রায় ১৩ হাজার মেট্রিক টন মাছ দেশের অন্যান্য অঞ্চলের চাহিদা পূরণ করছে।

তিনি জানান মৎস্য সপ্তাহে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, প্রচারণা, মতবিনিময় সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিশেষ সেবা ও পরামর্শ প্রদান, পানি ও মাটি পরীক্ষা এবং সুফলভোগীদের প্রশিক্ষণ ইত্যাদি কর্মসূচি পালন করবে উপজেলা মৎস্য অফিস। মতনিনিময় সভায় উপজেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আগস্ট ২৮.২০২১ at ২০:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/জআ