কাজিপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালে ১৭ আগষ্ট সারাদেশে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার (আজ ১৬ বছর) ঘৃণিত, পৈশাচিক সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

১৭ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আওয়ামী দলীয় কার্যালয়ে এসে ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী বলেন, বাংলাদেশে বিএনপি- জামায়াত মদতপুষ্ট মৌলবাদী, প্রতিক্রিয়াশীল জংগিগোষ্ঠী দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সারাদেশে বোমা হামলা করে। আগস্ট মাস এলেই পাকিস্তানি প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। আল্লাহর অশেষ রহমতে জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে, কঠোর হস্তে সন্ত্রাস দমন করে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

আরো পড়ুন:
ব্রিজ নির্মাণের সাথে সাথেই এপ্রোচে ধস; যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশষ্কা
পিতার গাড়ি থেকে পড়ে সন্তানের মৃত্যু

সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম। সভায় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মতিন,শুভগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ও শাহ আলম কাজল প্রমুখ।

আগষ্ট ১৭.২০২১ at ১৭:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আসচ/জআ