শোকাবহ আগস্ট পালনে কাজিপুর প্রশাসনের প্রস্তুতি সভা

শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৫ এবং ৮ আগষ্ট শেখ কামাল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসন হল রুমে অনুষ্ঠিত হয়।

সোমবার (২ আগষ্ট) সকাল সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। তিনি বলেন, ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারকে হত্যার মধ্যদিয়ে জাতিকে কলঙ্কিত করেছিল। জননেত্রী শেখ হাসিনা ঘাতকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছেন।

আমরা উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস এবং শেখ কামাল ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী পালন করবো। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহামুদুল হাসান, স্বাস্থ্য কর্মকর্তা মোমেনা পারভীন পারুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, সদর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, খাসরাজবাড়ী ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম।

আরো পড়ুন:
এবার করোনার বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য
খুলনা বিভাগে করোনায় আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১৩৭৩

এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ।

জুলাই ২৮.২০২১ at ১৪:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএস/এইচআর