রাজশাহী মহানগরীতে ডিবি’র অভিযানে ৭জন জুয়ারি আটক

রাজশাহী মহানগরীর কাজলা মোল্লার পাহাড়ে অভিযান চালিয়ে ৭জন জুয়ারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

গত বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে নগরীর মতিহার থানাধিন কাজলা মোল্লার পাহাড়ে জুয়া থেলা অবস্থায় তাদের আটক করে গেয়েন্দা শাখার এসআই আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, রাজশাহী মহানগরী থেকে মাদক, জুয়া, চুরি, ছিনতাই সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড নিমূল করতে আরএমপি পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় পুরো আরএমপিতে বিশেষ অভিযান চলমান রয়েছে।

এরই ধারবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাতে কাজলা মোল্লার পাহাড়ে নিয়মিত চলা জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭জন জুয়ারীকে আটক করা হয়েছে।

আরো পড়ুন:
আজ বিশ্ব বাঘ দিবস
শ্রীলংকায় বিশ্বের সবচেয়ে বড় নীলাখণ্ডের সন্ধান

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

জুলাই ২৯,২০২১ at ১৪:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর