কাজিপুরে চালিতাডাঙ্গা ইউনিয়নে (জিআর) টাকা কর্মহীনদের মাঝে বিতরণ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে এবং বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা লাঘবে (জি আর) আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১ ৭ জুলাই) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কাজিপুর উপজেলা প্রশাসন প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কাজিপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু এবং ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা উপহার হিসেবে ৭৫০ জন অসহায় ও কর্মহীনদের মাঝে নগদ ৫০০ টাকা হারে মোট ৩৭৫০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য যে, কাজিপুরে সরকারি নির্দেশনা যথাযথ সময়ে সম্পন্ন করতে চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল যথার্থই সিদ্ধহস্ত। ঈদের আগে টাকা পেয়ে সুবিধাভোগীরা খুবই খুশির কথা ব্যক্ত করেন।

অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব খোরশেদ আলম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সোলায়মান, আব্দুল কুদ্দুস, হায়দার আলী,মুনজিরা খাতুন, সাগরিকা খাতুন প্রমুখ।

জুলাই,১৮.২০২১ at ২৩:০৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর