দুমকিতে তিন ইউপির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশয়া, আংগারিয়া ও মুরাদিয়া ইউনিয়নের নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত আসনের নির্বাচিত ৩৫জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৪টায় দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও শেখ আবদুল্লাহ সাদীদ শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. হারুন অর রশীদ হাওলাদার, ভাইস চেয়ারম্যান, মিসেস ফরিদা ইয়াসমিন, উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, দুমকি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মাহবুব আলম, নির্বাচিত তিন ইউপি চেয়ারম্যান যথাক্রমে এড. গাজী নজরুল ইসলাম, সৈয়দ গোলাম মর্তুজা, মোঃ মিজানুর রহমান সিকদারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:
ফুলবাড়ীতে ছাত্রলীগে নেতা মেহেদীর নেতৃত্বে মাক্স বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত
কোটচাঁদপুর ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্যকমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

এর আগে একইদিন সকাল ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে নির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানদের শপথ করাণ জেলা প্রশাসক মোঃ আবুল কালাম।উল্লেখ্য, মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দু’সাধারণ সদস্য প্রার্থী সমান সমান ভোট পাওয়ায় ফলাফল স্থগিত রয়েছে। ওই ওয়ার্ডে দু’প্রার্থীর মধ্যে ফের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জুলাই,১৫.২০২১ at ১৮:৩৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর