শিবগঞ্জে ১০১ বোতল ফেন্সিডিল সহ ৩ নারী মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফেন্সিডিল মজুদ করার জন্য হিলি থেকে রাজধানী ঢাকা শহরে ১০১ বোতল ফেন্সিডিল নিয়ে যাবার সময় হাতেনাতে ৩ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

জানা যায়, বুধবার জয়পুরহাট-মোকামতলা সড়কের মোকামতলা ঈদগাহ মাঠ সংলগ্ন ব্রীজ এলাকা থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী মীম খাতুন (২৫), একই গ্রামের আব্দুল মতিনের স্ত্রী রহিমা খাতুন (২৭), একই গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মেরিনা খাতুন (৩৫)কে ১০১ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।

আরো পড়ুন:
নয়ারহাটে ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
চাঁচড়ায় এমপি নাবিলের পক্ষে খাদ্য সামগ্রি দিলেন শ্রমিক নেতা পান্নু

থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, গ্রেফারকৃত নারী মাদক ব্যবসায়ীরা হিলি থেকে ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাবার সময় মোকামতলা ঈদগাহ মাঠ এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তি তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

জুলাই,১৪.২০২১ at :০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর