কাজিপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগক্রান্ত, দুঃস্থ ও অতিদরিদ্র ৩০৮১টি পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩জুন) সকাল দশটায় পৌর কার্যালয় প্রাঙ্গণে পৌর মেয়র আঃ হান্নান তালুকদারের উপস্থিতিতে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয় এবং তিনি বলেন, বর্তমানে কাজিপুরে করোনা ভাইরাস সংক্রমণের হার প্রতিদিন বেড়ে যাচ্ছে বিধায়, উপস্থিত সবাইকে স্বাস্থ্য বিধি অনুযায়ী লাইনে দাঁড়িয়ে দুরত্ব বজায় রেখে বিতরণ কাজ পরিচালিত হচ্ছে।

আরো পড়ুন:
লকডাউন শিথিলের আগেই সড়ক পুরোপুরি স্বাভাবিক
আশুলিয়ায় ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ

পৌরসভার নয়টি ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে দুই দিন ধরে এই বিতরণ কাজ চালু থাকবে বলে তিনি জানান। ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন, পৌর কাউন্সিলর আবু বকর সিদ্দিক (বাবু) এবং আঃ মান্নান।

জুলাই, ১৩.২০২১ at ১৫:৪২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর