চৌগাছায় জুলাই মাসেই করোনায় আক্রান্ত ২০৮ জন

যশোরের চৌগাছায় করোনায় আক্রান্তের সংখ্যা আশ্চার্যজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর জুন মাসেই ৪২৬ জনের নমুনা পরীক্ষায় ২০৮ জন করোনা পজেটিভ হয়েছেন।

করোনা ভাইরাস শুরু থেকে আজ পর্যন্ত এই উপজেলাতে ২১৬০ জনের নমুনা পরীক্ষায় ৫৭২ জন পজেটিভ হয়েছেন। গত বছর (৪ এপ্রিল থেকে ডিসেম্বর) ১০৭৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ১৫৫ জন। বাকি ১০৮২ জনের মধ্যে চলতি বছর জানুয়ারিতে আক্রান্ত হয়েছিল ১ জন,মার্চে ৩ জন। করোনার দ্বিতীয় ঢেউ প্রকট হওয়ার পরে মে মাসে ১৩ জন পজেটিভ হয়েছিলেন। মোট আক্রান্তদের মধ্যে এ যাবত ৬ জনের মৃত্যু হয়েছে।

উপজেলাতে আক্রান্তের তালিকায় আছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক,যশোর পল্লী বিদ্যুতের চৌগাছা অঞ্চলের ডিজিএমসহ অনেকে। করোনায় মোট আক্রান্তের (গত বছর থেকে আজ পর্যন্ত) মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১৫০ জন (ফিল্ড স্টাফসহ) কর্মকর্তা-কর্মচারির মধ্যে ৩৪ জন করোনা পজেটিভ হয়েছেন। সে তালিকায় ৭ জন ডাক্তারসহ ৬ জন নার্স,এসএসিএমও ১ জন, ৪ জন সিএইচসিপি এবং অন্যান্য ১৬ জন কর্মচারি রয়েছেন।

২০২০ সালে প্রথম আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.নাহিদ সিরাজের শারিরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে সরকারি সহযোগিতায় এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় চিকিৎসার জন্য রেফার করা হয়েছিল। বলছিলেন চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুন্নাহার লাকি। চলতি বছর ১০ জুন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ করোনায় মৃত্যুবরন করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলি এনামুল হক।

আরো পড়ুন:
কেশবপুরে লকডাউনে কর্মহীন অসহয় মানুষের মাঝে ইউপি সদস্য কামালের খাদ্যসামগ্রী বিতরণ
কেশবপুর পৌরসভায় করোনা ভাইরাস প্রতিরোধ বিট পুলিশের জরুরী সভা অনুষ্ঠিত

কিন্তু উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রযাত্রার হিসেবে মৃত্যুর সংখ্যাটাও জুন মাসেই দীর্ঘ হয়েছে। উপজেলাতে করোনায় এবং এ রোগের উপসর্গ নিয়ে মারা যাওয়া প্রায় ২০ জনের মৃতদেহ সৎকার করেছেন তারা। সংগঠনের সভাপতি হাসিবুর রহমান হাসিব বলেন মৃতদের অনেকে উপজেলার বাইরে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।

জুলাই,১২.২০২১ at ১৮:১৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর