গাবতলীতে করোনায় কর্মহীনদেরকে গাক’র উদ্যোগে ৩২৭ জনকে খাদ্য সামগ্রী প্রদান

করোনায় কর্মহীন অসহায়, গরীব, দুঃখী মানুষের মাঝে গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’র উদ্যোগে ১০ জুলাই শনিবার বগুড়ার গাবতলী তরফমেরু গ্রামে গার্ক’র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর রহমানের গ্রামের বাড়ী এলাকায় ৩শত ২৭ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করাহয়।

জনপ্রতি ৩০ কেজি চাল, ১০ কেজি. আলু, ২ কেজি মশুর ডাল, ২ কেজি লবন, ২ কেজি সোয়াবিন তেল, ৫ টি খাবার স্যালাইন, ২টি লন্ড্রি সাবান, ২টি গোসল সাবান, ১ পাতা নাপা প্যারাসিটামল ও ১০ পিচ মাস্ক বিতরন করা হয়। বিতরন কালে গার্ক’র সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম, পরিচালক (এম এফ) পঙ্কজ কুমার সরকার, পরিচালক (সোসাল) রশিদুল ইসলাম রেজা, পরিচালক (অডিড) জসিম উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক (জিআইডিএল) তৌহিদুল ইসলাম রিপন, সিনিয়র সহকারি পরিচালক মোঃ আরমান হোসেন, জোনাল ম্যানেজার মাসুদুর রহমার, গাবতলী এরিয়া ম্যানেজার ছামছুল আলম, গাবতলী মডেল থানার এস আই শামীম আহম্মেদ, গাবতলী শাখা ব্যবস্থাপক মাকসুদুল আলম প্রমুখসহ গার্ক’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

জুলাই,১০.২০২১ at ১৯:৫৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর