পবিপ্রবি’র ২১তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

সীমিত কর্মসুচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধু’র ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এসময় রেজিষ্ট্রার ড. মো. কামরুল ইসলাম, সাবেক প্রো-ভিসি ও বর্তমান কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. মোহাম্মদ আলীসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, হল প্রভোষ্ট, সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:
মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়নে ৫’শ পরিবারকে নগদ অর্থ বিতরণ
চৌগাছায় ভ্রাম্যমান আদালতের তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত উন্নয়নে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন, সকলের শান্তি সমৃদ্ধি কামনা করেছেন। উল্লেখ্য, চলমান কঠোর লকডাউনের কারণে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সীমিত আকারে পালন করা হয়।

জুলাই,০৮.২০২১ at ১৯:৩৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর