শিবগঞ্জে লকডাউনের ৬ষ্ঠ দিনে করোনা পরিস্থিতি পর্যাপেক্ষন করেন বগুড়া জেলা প্রশাসক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করোনা পরিস্থিতি প্রকপ বৃদ্ধি পাওয়ায় ও এ উপজেলায় ৭জন ব্যক্তি করোনা উপসর্গে মৃতু বরণ করায়, সরকারি ঘোষিত লক ডাউনের ৬ষ্ঠ দিন মঙ্গলবার বিকালে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় লক ডাউনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।

তিনি বিকালে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন বন্দর পর্যাবেক্ষন করেন। এসময় উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা, সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল। এসময় বিজিবির টহল টিম, পুলিশ প্রশাসনের ব্যপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

আরো পড়ুন:
দিনাজপুরের ফুলবাড়ীতে সমাজসেবা অধিদপ্তরের এতিমখানা এবং রোগীদের মাঝে চেক প্রদান
গণমাধ্যম কর্মীদের নিয়ে দিনাজপুরে দায়িত্বরত সেনাবাহিনীর সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা উপজেলা ব্যাপী মোবাইল কোট পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে ৯টি মামলায় ৪ হাজার ৯শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জুলাই,০৬.২০২১ at ২০:১২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর