সপ্তাহে তিন দিন ভারত থেকে ফিরবে যাত্রী

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে প্রতি সপ্তাহে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার তিন দিন ফিরবে যাত্রীরা বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি বেনাপোল ইমিগ্রেশনে পাঠানো হয়েছে।

শনিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন ওসি আহসান হাবিব।করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণের সময়সীমা সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন:
খুলনায় শেখ আবু নাসের হাসপাতালে ৪৫ বেড নিয়ে করোনা ইউনিট চালু
যশোর সদর উপজেলা পরিষদের টেলিমেডিসিন সেবা চালু, মিলবে বিনামূল্যে ওষুধও

এর আগে, গত ৮ মে এক নির্দেশনার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যাত্রী যাতায়াতের সময়সীমা নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যারা যায়, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় স্থলপথে ভারত ভ্রমণে গত ২৩ এপ্রিল নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জুলাই,০৩.২০২১ at ২০:৩৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমএস/এসআর