নওগাঁয় বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

নওগাঁর সদরের জালালপুর গ্রামের মাঠে বজ্রপাতে পূর্ণ প্রামানিক (১৮) নামে কলেজ ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার বলিহার ইউনিয়নের জালালপুর গ্রামের মাঠে এই ঘটনাটি ঘটেছে।

নিহত পূর্ণ জালালপুর গ্রামের সুবোদ প্রামানিকের ছেলে ও বলিহার ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বলিহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সকাল থেকে নওগাঁয় গুড়িগুড়ি বৃষ্টি সাথে বজ্রপাত শুরু হয়। এমতাবস্তায় গ্রামের মাঠে পূর্ণ তাদের ৩/৪টি গরু নিয়ে মাঠে ঘাস খাওয়াতে যান। গরু মাঠে ছেড়ে দিয়ে মাঠে ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিলেন।

আরো পড়ুন:
লকডাউনের প্রথমদিনেই বাড়তি দামে মাছ, মাংস ও সবজি
চট্টগ্রামে নগরীর সব প্রবেশ পথে বসানো হয়েছে চেক পোস্ট
নাইক্ষ্যংছড়ির মোড়ে মোড়ে পুলিশ, কঠোর অবস্থানে সেনাবাহিনীর টহল

বেলা সাড়ে ১১ টার দিকে একটি বজ্রপাত তার শরীরের উপর আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের লোকজন পূর্ণের মরদেহ নিয়ে গেছেন।