কেশবপুরে লকডাউন অমান্য করায় ৩ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনের নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরো পড়ুন:
কাজিপুরে দরিদ্র মা’দের সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
কাজিপুরে করোনা শনাক্তের হার ৫৬ শতাংশ

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রামন রোধে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে প্রতিষ্ঠান খোলা রাখা ও শ্রমিকদের স্বাস্থ্যবিধি না মেনে কাজ করানোর অপরাধে কেশবপুর শহরের স্যানিটারি ব্যবসায়ী ইনতাজ আলীকে ১০ হাজার, স’মিলের পরিচালক সম্রাট গাজীকে ১ হাজার, ফ্যামস ওয়ার্কশপের পরিচালক রুহুল আমীনকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

জুন ,২৮.২০২১ at ২১:৩২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএস/এসআর