শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৪ জুয়ারীর অর্থ দন্ড

বগুড়ার শিবগঞ্জ জুয়া খেলার অপরাধে ৪ জুয়ারীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা এ অর্থ দন্ড প্রদান করেন।

মঙ্গলবার বিকালে গড়মহাস্থান হযরত শাহ সুলতান বলখী (রঃ) মাজার এলাকার দুধপাথর ভিটার বটগাছের পশ্চিমপার্শ্বে প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে এ অর্থ দন্ড প্রদান করেন। অর্থ দন্ডপ্রাপ্তরা হলেন, গড়মহাস্থান গ্রামের মৃত ছকমল খাঁ এর ছেলে আরিফুল ইসলাম (২৫), একই গ্রামের মৃত গোরাফ আকন্দ এর ছেলে বাবুল আকন্দ (৪০), আব্দুস সামাদ এর ছেলে রুহুল আমীন (২৮) ও মৃত ইয়াজ উদ্দীন এর ছেলে কদম (২৬)।

আরো পড়ুন:
জাকজমক পূর্ণভাবে বিভিন্ন দিবস উদযাপন করায় প্রথম স্থান অর্জন করলেন পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
জীবননগরে ফেন্সিডিলসহ দুই আসামি আটক

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীগণের সাক্ষ্য এবং অভিযুক্তি ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে ১৮৬৭ সালের প্রকাশ জুয়া আইনে প্রত্যেক নিকট থেকে ১শত টাকা করে অর্থদন্ড প্রাপ্তি সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে এবং তাদেরকে সর্তক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এধরনের কাজে লিপ্ত মর্মে তারা অঙ্গীকার করে।