কেশবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচীর আওতায় কেশবপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মুখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

আরো পড়ুন:
মতিহার ট্রাক ও পুলিশের পিকআপ সংঘর্ষ : একজন পুলিশ সদস্যসহ আহত-৩

বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি মনোহর গাইন প্রমুখ। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে ২০টি বাইসাইকেল ও ৯৬ জন ছাত্র-ছাত্রীর মাঝে ২ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

জুন ,১৫.২০২১ at ২১:১৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএস/এসআর