চৌগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে মারপিট

জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে যশোরের চৌগাছায় আমির হোসেন (৫০) ও পপি খাতুন (৪৫) নামে স্বামী-স্ত্রী মারপিটের শিকার হয়েছেন। আমির হোসেন উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের বাসিন্দা। তারা বর্তমানে চৌগাছা হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার দুপুর বারোটার দিকে মাঠচাকলা গ্রামের নিজ বাড়িতে এসে তাদের মারপিট করে একই গ্রামের চাঁদ আলী মোল্লার ছেলে নজরুল আলী মোল্লা, তার ছেলে উজ্জল (২৭), খোকন (২২) এবং নজরুলের স্ত্রী রুমা বেগম (৪৫)।

হাসপাতালে আমির হোসেন সাংবাদিকদের বলেন, জমিজমা নিয়ে প্রতিবেশি নজরুল আলী মোল্লার সাথে পূর্ব বিরোধ রয়েছে। এর সূত্র ধরে মঙ্গলবার বেলা বারোটার দিকে আমার বাড়িতে এসে কথাকাটাকাটির একপর্যায়ে উদ্দেশ্যমূলকভাবে আমার ও আমার স্ত্রীকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে মারপিট করে। এতে আমরা উভয়েই আহত হই। পরে প্রতিবেশিদের সহায়তায় আমরা চৌগাছা থানায় গেলে সেখান থেকে পুলিশ আমাদের হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, এখান থেকে একটু সুস্থ হলে থানায় লিখিত অভিযোগ দেবো।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।