অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে জীবননগরে বিজিবি’র হাতে আটক-১

অবৈধভাবে ভারতে প্রবেশের চেস্টা করার অপরাধে চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের হাতে মোঃ আমির হোসেন (৪০) নামের এক ব্যক্তি আটক হয়েছে। বুধবার (৯ই জুন) বেলা ১টা ৫০ মিনিটের সময় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি যশোর কোতয়ালী থানাধীন শংকরপুর গ্রামের মোঃ রমজান আলীর ছেলে।

বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত জীবননগর বিওপি’র বিজিবি সদস্যরা বুধবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন করিমপুর বাজারের বাবুর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে এক ব্যক্তিকে আটক করা হয়।

আরো পড়ুন:
জগন্নাথপুরে আলুখাল নদীতে স্থানীয়দের উদ্যোগে বাঁশের সেতু

আটককৃত বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।