সিলেটে ১০ দিনের মাথায় ফের ৩.৮মাত্রায় ভূমিকম্প

ফের সিলেট ১০ দিনের মাথায় ভূমিকম্পন অনুভূত হলো। ৭ জুন (সোমবার) সন্ধ্যা ৬ টা ২৯ ও ৬টা ৩১ মিনিটে দু দফায় ভূমিকম্পন হয়ে থাকে যার রিখটার স্কেল ছিল ৩.৮ মাত্রা। সিলেট শহরে ভূমিকম্পন অনুভূত হাওয়া মাত্রা বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে থাকা মানুষদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এদিক ওদিক ছুঁটা ছুটি শুরু করেন।

আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সন্ধ্যা ৬ট ৩১ মিটিটে ঢাকা থেকে ১৬৮ কিলোমিটার নর্থইস্টে অর্থাৎ সিলেটের আশ পাশে কোথাও এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

আরো পড়ুন:
জয়পুরহাটে পথচারী সেজে ফেন্সিডিল পাচার, আটক-২

এর আগে গত ২৯ মে সকাল ১০ টা থেকে বেলা ২টার মধ্যে সিলেটে অন্তত ৮টি ভূকম্পন অনুভূত হয়। পর দিন ভোরে আরো ৩টি ভূমিকম্প হয়। যার সবগুলোর কেন্দ্রস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়। ২৯ মে ভূমিকম্পের পর থেকেই সিলেট জুড়ে ভূমিকম্প আতঙ্ক বিরাজ করছে। বিশেষজ্ঞরা তখন ৭ দিনের জন্য শর্তকবার্তা দিয়ে ছিলেন।