ক্যান্সার আক্রান্তে শিক্ষিকা শামীমার মৃত্যু, শোকের ছায়া

বগুড়ার শিবগঞ্জে ক্যান্সার আক্রান্ত হয়ে শামীমা নামের এক মাধ্যমিক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্কুল ও পরিবারে।

সোমবার সকাল ১০টায় বাবা’র বাড়ি বগুড়া মালতিনগরে তার মৃত্যু হয়। তার পিতার নাম মরহুম হারুনরু রশিদ। মাতার নাম রাশেদা বেগম।

সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে এনটিআরসিএ এর মাধ্যমে সামাজিক বিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে ২০১৯সালের ফেব্রুয়ারী মাসে যোগদান করেন।

জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো. মামুনুর রশীদ জানায়, শামীমা ম্যাম অবিবাহিত ছিলো। সে অত্র প্রতিষ্ঠানের যোগদান করার ৬মাস পর হতে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছিলো।

ঐ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী আল আমিন আবেগাপ্লুত হয়ে বলেন, ম্যামের এভাবে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছিনা। সে সকলের কাছে প্রিয় ছিলো।

দশম শ্রেণীর শিক্ষার্থী তাছনিয়া বলেন, শামীমা ম্যাডামের দক্ষতা সকল শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করেছিলো। সে অমায়িক ও বন্ধুসুলভ ছিলো।

প্রধান শিক্ষক মো. রেজাউল করিম বলেন, আমরা মেধাবী একজন শিক্ষককে হারালাম। তার চলে যাওয়া আমরা মানতে পারছিনা।

আরো পড়ুন:
করোনাকালীন বিদ্যালয় বন্ধের সুযোগে টয়লেট ভেঙে মার্কেট তৈরী

শিক্ষিকা শামীমা আক্তারের পরিবার জানায়, বিকাল সাড়ে চারটায় তাকে ঠনঠনিয়া ভাইপাগলা মসজিদের কবরস্থানে দাফন করা হবে।