লালপুরে সাবেক সংসদ শহীদ মমতাজ উদ্দিনের ১৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নাটোরের লালপুরে জনপ্রিয় আ.লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের ১৮তম শাহাদাৎ বার্র্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার (০৬ জুন) সকাল ৮টার সময় লালপুর থানা আ.লীগের আয়োজনে গোপালপুর-সালামপুর সড়কের নেঙ্গপাড়া নামক স্থানে স্থাপিত চিরঞ্জীব শহীদ মমতাজ উদ্দিন স্মরণ সৌধে পুস্পুস্তব অর্পন, নিরবতা পালন, বিশেষ মোনাজাত , আলোচনাসভা, দলীয়ও জাতীয় পতাকা অর্ধনিমিত ভাবে উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীর।

পুস্পুস্তবক অর্পন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন লালপুর থানা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারাণ সম্পাদক ইসাহাক আলী। এসময় নাটোর জেলা আ.লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানুসহ আ.লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা শহীদ মমতাজ উদ্দিনের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।

আরো পড়ুন:

উল্লেখ্য, ‘গত ২০০৩ সালের ৬ জুন রাত ১০টার দিকে নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিন উপজেলার গোপালপুর থেকে নিজবাড়ি মিল্কিপাড়ায় ফিরছিলেন। পথে গোপালপুর-সালামপুর সড়কের নেঙ্গপাড়া নামক এলাকায় মমতাজ উদ্দিনকে কিছু দুস্কৃতিকারীরা কুপিয়ে হত্যা করে।’