লালপুরে শেয়ালের কামড়ে আহত-৩

লালপুর উপজেলার পদ্মা নদীর চরে ছাগলকে ঘাস খাওয়ানোর সময় শেয়ালের কামড়ে ৩জন আহত হয়েছেন। আহতরা হলো- উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী ডলি খাতুন (২২), ছেলে জিহাদ (৫)এবং রিপন ফকিরের ছেলে ফয়সাল (১২)। বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের পদ্মার এই ঘটনা ঘটে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুপুরে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের অবস্থিত পদ্মা নদীর চরে ছাগল চরাতে যায় একই এলাকার আব্দুল হাকিমের স্ত্রী ডলি খাতুন (২২), ছেলে জিহাদ (৫)এবং রিপন ফকিরের ছেলে ফয়সাল (১২) এ সময় কয়েকটি শেয়াল ছাগলের ওপর অতর্কিত আক্রমণ করলে তারা ছাগলকে বাঁচাতে গেলে শিয়ালের দল তাদেরকে কামড় দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আরো পড়ুন:
নেত্রকোনায় বেদে সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ
রাণীশংকৈলে আ’লীগের কমিটি গঠনে ‘অনিয়মের’ বিরুদ্ধে প্রতিবাদ সভা
পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান জানান, ‘আহতদের পা, মুখ ও শরীরে শেয়াল কামড় দিয়েছে।তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে তাদের ভ্যাকসিনসহ উন্নত চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।

জুন, ০৩, ২০২১ at ১৯:৫৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/সক/এসএমআর/এমআরএইচ