জয়পুরহাটে লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এবার জয়পুরহাটে ১ লাখ ৬১ হাজার ১২৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, আগামী ৫ জুন থেকে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এবার জয়পুরহাট সদর, কালাই, আক্কেলপুর, ক্ষেতলাল,পাঁচবিবি উপজেলা ও পৌরসভায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ২২৫ জন শিশুকে দেওয়া হবে নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৯ হাজার শিশুকে দেওয়া হবে লাল ক্যাপসুল।

জেলার ৮২২৫টি ইপিআই কেন্দ্রে ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালিত হবে। ক্যাম্পেইন সফল করতে ৪১২৫ প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।

আরো পড়ুন:
রাজশাহী প্রবেশের সময় চাঁপাইয়ের ৪৬ জনকে ফেরত পাঠিয়েছে পুলিশ

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার জালাল হোসেন, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।