কাজিপুরে মিথ্যা সংবাদ প্রকাশে সাংবাদিক সম্মেলন

“কাজিপুরে বরইতলায় শিক্ষা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলার অভিযোগ” শিরোনামে গত ৩১ মে স্থানীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা নিরুপনে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন সংবাদে অভিযুক্ত বেল্লাল হোসেন।

বুধবার ২জুন তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকাশিত সংবাদ অসত্য দাবি করে বলেন, প্রকাশিত সংবাদটিতে স্কুলের একটি ঘর ও টয়লেট অবৈধভাবে ভেঙ্গে ফেলার অভিযোগ উল্লেখ করে, যা সম্পূর্ণ মিথ্যা তথ্য সম্বলিত ও বানোয়াট।

আরো পড়ুন:
বেকার তরুণ-যুবকদের ভাতা দেয়া রাষ্ট্রের দায়িত্ব : ন্যাপ মহাসচিব

প্রকৃত ঘটনা, সম্প্রতি স্কুল উন্নয়নে সরকরি নতুন ভবন বরাদ্দ পাওয়ায় জরাজীর্ণ ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। এবং সে মোতাবেক গত ১২ মে ২০২১ ইং তারিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জরাজীর্ণ ভবনটি প্রকাশ্য নিলামে ভাঙার অনুমতি দেয়। সরকারি বিধি মোতাবেক, প্রাপ্ত আদেশ অনুযায়ী জরাজীর্ণ ভবন ভাঙা হয়েছে। একাজে আইনের কোন ব্যাতয় ঘটেনি বিধায়় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সরেজমিনে গিয়ে প্রকৃত সত্য ঘটনা জেনে সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ জানাচ্ছি।