মানবতার ভ্যান ১৭ তম দিনে শিশু একাডেমি এলাকায় ৩ শত জনের মাঝে বিতরণ করেছে ইফতার

মানবতার ভ্যান বুধবার (০৫ মে) ১৭ তম দিনেও ৩ শত জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। মানবতার ভ্যানের মাধ্যমে আওয়ামী লীগ নেতা কাজী বর্ণ‌‌ উত্তমের সৌজন্যে যশোর পৌরসভার পুলিশ লাইন কদমতলা শিশু একাডেমির পাশে বিকাল পৌনে ৫টায় এ ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সূত্র জানায়, মানবতা ভ্যানের মানবতার ভ্যানের রুপকার যশোর জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও উদীচীর সহ-সভাপতি কাজী বর্ণ উত্তম করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়া ও সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ এ ছিন্নমূল, দিনমজুর, অসহায় ও শ্রমজীবীসহ নিম্ন আয়ের মানুষের পাশে থাকার লক্ষে ১০ দিনের ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচী গ্রহণ করেন। কিন্তু লকডাউন ক্রমগত বৃদ্ধি হওয়াসহ প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে তার ‌‌‌‌‌”মানবতার ভ্যান” ধারাবাহিকভাবে ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।

কাজী বর্ণ উত্তমের নেয়া এ কর্মসূচী সর্বমহলে ব্যাপকভাবে প্রশংশিত হয়েছে বলে জানা গেছে। তিনি স্থানীয় আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতাকর্মিদের মাধ্যমে ছিন্নমূল, দিনমজুর, অসহায় ও শ্রমজীবী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

আজকের এ ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন শেখ শাজাহান শান্ত, নিজাম উদ্দিন, যশোর পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার জলি, শেখ শাহানা ঝিনুসহ স্হানীয় যুবলীগ ছাত্র লীগের নেতৃবৃন্দ।

মে ০৫, ২০২১ at ১৯:৫১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এডিও/তআ