সীমান্তের সাথে সখ্যতায় মাদকের ব্যবসা: আটক ২

সীমান্তকে ভালবেসে, সীমান্তের সাথে সখ্যতা গড়ে তুলে দেদারসে মাদকের কারবার চালিয়ে যাচ্ছে বেনাপোল সীমান্তের কিছু কিছু মাদক কারবারি। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় প্রতিদিনই কেউ না কেউ ধরাও পড়ছে। কিন্তু মাদকের কারবার থামছেই না কিছুতেই। অধিক মুনাফার আশায় ঈদকে টার্গেট করে কারবারিরা জমজমাট করে তুলেছে তাদের মাদকের কারবার।

শুক্রবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে পৃথক অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ হাবিবুল্লাহ ও রাকিব হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার কেলেকান্দা গ্রামের শাহ আলমের ছেলে হাবিবুল্লাহ ও পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে রাকিব হোসেন।

বিজিবি জানায়, গোপন সংবাদে অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের ট্যাংকির মোড় এলাকা হতে ৮৫ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ হাবিবুল্লাহকে আটক করা হয়।

অপর এক অভিযানে, শিকরী বটতলা এলাকা হতে ১৫ বোতল ফেন্সিডিল সহ রাকিবকে আটক করা হয়। আটক আসামিদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে জানায় বিজিবি।

এপ্রিল ৩০, ২০২১ at ১৩:১৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমএস/এমআরএইস