কেশবপুরে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করলেন ইউএনও আরাফাত হোসেন

যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সোমবার বিকেলে ৪৫০ জন রোজাদার ভ্যানচালক ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্ত্বরে ও ত্রিমোহিনী মোড়ে ৪শ ৫০ জন ভ্যানচালক এবং পথচারীকে ইফতার সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুহাম্মদ রিজিবুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, হঠাৎ সিদ্ধান্ত নিয়েই ইফতার সামগ্রী বিতরণ করার এমন উদ্যোগে নেওয়া হয়েছে। কেশবপুর শহরের ৪শ ৫০ রোজাদার ভ্যানচালক ও পথচারীর মাঝে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এপ্রিল ২৬, ২০২১ at ২১:৫৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএস/এমআরএইস