চৌগাছায় এক নারীর করোনায় মৃত্যু, চলতি মাসে এ পর্যন্ত করোনায় মৃত্যু ২

যশোরের চৌগাছায় করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত শাহিদা খাতুন (৩৫) উপজেলার মুক্তারপুর গ্রামের মোঃ আব্দুলের স্ত্রী। সোমবার ভোর রাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ দিন যোহরবাদ নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে।

হাসপাতাল ও নিহতের স্বজনরা জানান, চলতি মাসের ২১ তারিখে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোরে পাঠানো হয়। ২২ তারিখে পরীক্ষার ফল পজেটিভ হয়। ২৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার লাকি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবধনতা অবলম্বন করে দাফন শেষে রোগীর সাথে থাকা সকলকেই করোনা পরীক্ষার জন্যা বলা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখে করোনায় আক্রান্ত হয়ে মারা যান উপজেলার সিংহঝুলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান নিপুর। করোনার দ্বিতীয় ঢেউয়ে চৌগাছায় এ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এপ্রিল ২৬, ২০২১ at ২০:২৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএমআই/এমআরএইস