চৌগাছার মেধাবী মুখ রিয়াদের স্বর্ণপদক জয়

যশোরের চৌগাছার মেধাবী মুখ নাহিদ শাদমান (রিয়াদ)। অনলাইনে সিপিএস’এর আয়োজনে ইন্ডিয়ান কম্পিটিশন প্রমোশন সোসাইটি-২০২১ (বিআইও) প্রতিযোগীতায় সে স্বর্ণপদক লাভ করেছে। নাহিদ শাদমান রিয়াদ যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে দশম শ্রেনীর শিক্ষার্থী ও চৌগাছা পৌর এলাকার ইছাপুর গ্রামের দেওয়ানপাড়া মহল্লার পিতা রফিকুল ইসলাম ও মাতা নাহিদা নাসরিনের বড় ছেলে।

সারাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশ নিয়ে ৫ জন শিক্ষার্থী স্বর্ণ পদক, ৩ জন রোপ্য ও ১ জন পেয়েছে ব্রোঞ্চ পদক। রিয়াদ এর আগেও ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে বাংলাদেশ গনিত প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে পদক লাভ করে। ২০১৯ সালে বাংলাদেশ বাইয়োলোজি অলিম্পিয়াডে আঞ্চলিক পর্যায়েও সে পদক লাভ করে। রিয়াদ দেশবাসির কাছে দোয়া কামনা করেছেন।

এপ্রিল ২২, ২০২১ at ২২:৪৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএমআই/এমআরএইস