শিবগঞ্জে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে পানিতে ডুবে রাকিব (৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত রাকিব উপজেলার কিচক ইউনিয়নের কালকি গ্রামের আজিজুল ইসলামের ছেলে এবং ধার্রিয়া গাংগইট হাফেজিয়া মাদরাসার মক্তব বিভাগের শিক্ষার্থী ছিলো।

বৃহস্পতিবার ১১.৩০ ঘটিকার সময় মাদ্রাসা সংলগ্ন পুকুরে অন্যান্য ছাত্রদের সাথে গোছল করার সময় সে পানিতে ডুবে মারা যায়।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, করোনার কারনে মাদ্রাসা বন্ধ থাকায় রমজান মাস উপলক্ষে মৃত রাকিবসহ ১০-১২ জন শিক্ষার্থী ঐ মাদ্রাসার হুজুর নাছির উদ্দিন এর কাছে আরবি পড়তো। ঐ দিন আরবি পড়া শেষে ছাত্ররা মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। সব শিক্ষার্থী গোসল শেষে উঠে আসিলে রাকিব উঠে আসতে পারেনি। পরবর্তীতে ঐ পুকুর থেকে স্থানীয়রা মৃত অবস্থায় রাকিবের লাশ উদ্ধার করে।

এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘উদ্ধতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে এবং কাহারো কোন অভিযোগ না থাকায় লাশটি বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়’। এ ঘটনায় অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এপ্রিল ২২, ২০২১ at ২২:২৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরআইআর/এমআরএইস