ব্যবসায়ী হাসান আলী হত্যার বিচারের দাবীতে গাইবান্ধায় নেতৃবৃন্দের বৈঠক

গাইবান্ধার ব্যবসায়ী হাসান আলী হত্যার বিচার দাবীতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের এক সভা গানাসাস চত্বরে অনুষ্ঠিত হয়।

বেলা ১২টায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সংগঠক মৃণাল কান্তি, ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, পদক্ষেপের সংগঠক নজরুল ইসলাম, উদীচী’র সংগঠক মুরাদ জামান রব্বানী, বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদের মাসুদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, হাসান আলী হত্যার ঘটনায় অভিযুক্ত সদর থনার ওসি, ওসি (তদন্ত) ও কর্মকর্তাদের স্বপদে বহাল রেখে তদন্ত কোনভাবেই সঠিক হতে পারে না। তদন্ত কর্মকর্তার মিথ্যা ফরওয়ার্ডিং এর তীব্র প্রতিবাদ জানান বক্তারা।

এপ্রিল ১৭, ২০২১ at ১৭:৩৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসকেবি/এমআরএইস