কেশবপুরে ছায়াপথের সঞ্চয় প্রকল্পের মেয়াদ পূর্ণ সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান

যশোরের কেশবপুর উপজেলার জাহানপুরে সোমবার বিকালে ছায়াপথ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর (জিএফএসএস) সঞ্চয় প্রকল্পের মেয়াদ পূর্ণ সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। ছায়াপথের সভাপতি জয়দেব দাসের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক নিত্যানন্দ দাসের পরিচালনায় ছায়াপথের কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে জিএফএসএস সঞ্চয় প্রকল্পের মেয়াদ পূর্র্ণ সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছায়াপথের ক্যাশিয়ার মিলন কুমার দাস, সুপারভাইজার অমলেন্দ দেবনাথ, সহকারি সুপারভাইজার বিশ্বজিৎ দাস, নন্দ দেবনাথ প্রমুখ। উল্লেখ্য, ২০১৪ সালে কেশবপুরের জাহানপুরে ছায়াপথ নামে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি সহজ শর্তে ঋণ প্রদান কার্যক্রম-সহ মাসিক সঞ্চয় প্রকল্প (জিএফএসএস) চালু করে।

এপ্রিল ১২, ২০২১ at ১৯:১৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএস/এমআরএইস