ভদ্রা অবাসিকের একটি বাড়ি থেকে দুই নারীসহ যুবক আটক

রাজশাহী মহানগরীতে অসামাজিক কাজের অভিযোগে দুই নারীসহ মো. মাহাদী ইমতিয়াজ ইমন (৩০) নামের এক যুবককে আটক করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

শনিবার সকালে ওই দুই নারীসহ ইমনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত যুবক মো. মাহাদী ইমতিয়াজ ইমন। তিনি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র সাবেক সচিব আজিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।

এর আগে শুক্রবার বিকাল ৩টার দিকে নগরীর পদ্মা আবাসিক এলাকার বৃষ্টি নামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ইমন সাংবাদিকদের জানায়, তার স্ত্রী সাতমাসের অন্তঃসত্ত্বা। আছে তার বাবার বাড়িতে। পুরো বাড়িতে সে একা। তাই তার নারীর প্রয়োজন পড়ে। ফুর্তি করার জন্য দুইজন কলগার্লকে ডেকে নেয় বাসায়। আটকের পর কৃতকর্মের জন্য পুলিশের কাছে বারবার ক্ষমা চাইতে দেখা যায় ইমনকে।

আটকের বিষয়টি স্বীকার করে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুম মুনির বলেন, অসামাজিক কার্যকলাপ চলছে এমন তথ্যের ভিত্তিতে পদ্মা আবাসিক এলাকায় বৃষ্টি নামের বাড়িতে অভিযান চালায় এসআই ফারুক ও সঙ্গীয় ফোর্স। এ সময় দুই কলগার্ল নারীসহ ইমনকে আটক করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় ওসি।

এপ্রিল ০৩, ২০২১ at ১৬:৪৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআরআর/এমআরএইস