নেত্রকোণায় বিদ্যালয়ের কম্পিউটার আত্মসাৎ ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নেত্রকোণার জেলার কলমাকান্দা উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব-এন ১৬টি ল্যাপটপ আত্মসাৎ, সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মাচ) দুপুরে জেলা প্রেসক্লাবের হলরুমে এলাকাবাসীর উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি চয়ন কান্তি ঘোষ, দাতা সদস্য আব্দুল ওয়াদুদ বাচ্চু মিয়াসহ আরো অনেকে। এ সময় বক্তারা বর্তমান ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ল্যাপটপ উদ্ধার করে অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

মার্চ ১০, ২০২১ at১৮:২০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আইএইস/এমআরএইস