শিবগঞ্জে এনএটিপি-২ প্রকল্পের আওতায় গাড়ী বিতরণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০-২১ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম- ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের এআইএফ-৩ ম্যাচিং গ্রান্ট উপ-প্রকল্পের আওতায় পিকআপ গাড়ী বিতরণ করা হয়।

বুধবার সকালে কৃষি মন্ত্রণালয়ের এনএটিপি-২ প্রকল্পের কাজে নিয়োজিত পিকআপ গাড়ীটির চাবী আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপ-সকারী কৃষি কর্মকর্তা মোঃ এজাজুল কামাল, মোজাম্মেল হক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রডিউসার অর্গানাইজেশন-বাজার ব্যবস্থাপনা কমিটি (সিসিএমসি) চন্ডিহারা ক্লাবের সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আঃ জজিল, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

মার্চ ১০, ২০২১ at১৭:১৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরআইআর/এমআরএইস